জাতিসংঘ সাধারণ পরিষদে ভার্চুয়ালি ভাষণ দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। যুক্তরাষ্ট্র তাকে ভিসা না দেয়ায় ভিডিওলিংকের মাধ্যমে ভাষণ দেন তিনি। এসময় গাজায় ইসরাইলের গণহত্যা, ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহার এবং অধিকৃত পশ্চিম তীরে অবৈধ বসতি সম্প্রসারণের নিন্দা জানান মাহমুদ আব্বাস। খবর টিআরটি ওয়ার্ল্ডের। তিনি বলেন, প্রায় দুই বছর ধরে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের গণহত্যা, ধ্বংস, অনাহার এবং বাস্তুচ্যুত করছে ইসরাইল। ফিলিস্তিনি প্রেসিডেন্ট বলেন, ‘ইসরাইল যা করছে তা কেবল আগ্রাসন নয়, এটি একটি যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ। এটি ইতিহাসের বই এবং আন্তর্জাতিক বিবেকের পাতায় ২০ এবং ২১ শতকের একটি ভয়াবহ ট্র্যাজেডি হিসেবে লিপিবদ্ধ থাকবে।’ আব্বাস বলেন, অধিকৃত পশ্চিম তীরে চরমপন্থী ইসরাইলি সরকার অবৈধ বসতি সম্প্রসারণ অব্যাহত রেখেছে এবং নতুন বসতি স্থাপনের নীতিমালা তৈরি করছে। তিনি বলেন, ইসরাইলের ঘোষিত ই-১ প্রকল্প পশ্চিম তীরকে...