মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার এক নির্বাহী আদেশে জানিয়েছেন, চীনা মালিকানাধীন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের বিক্রির বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এই বিক্রিতে টিকটকের মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার। পাশাপাশি তিনি জানিয়েছেন, টিকটকের মার্কিন কার্যক্রম মার্কিন ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বিক্রির তাঁর পরিকল্পনা ২০২৪ সালের আইনে নির্ধারিত জাতীয় নিরাপত্তার শর্ত পূরণ করবে।বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছেন, নতুন মার্কিন কোম্পানিটির মূল্য দাঁড়াবে প্রায় ১৪ বিলিয়ন ডলার। জনপ্রিয় এই শর্ট ভিডিও অ্যাপটির বাজারমূল্য বিশ্লেষকদের অনুমানের চেয়ে অনেক কম বলে জানান তিনি।ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা দেন, আইন অনুযায়ী টিকটককে নিষিদ্ধ করার সময়সীমা আগামী বছরের ২০ জানুয়ারি পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে টিকটকের মার্কিন কার্যক্রমকে মূল প্রতিষ্ঠান থেকে আলাদা করা, মার্কিন ও অন্যান্য বিনিয়োগকারী...