জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে স্বাস্থ্যখাতকে টেকসই ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে ‘গ্রীন হেলথ কেয়ার ইনিশিয়েটিভ (জিএইচআই)’ এর জেলা পর্যায়ে এক অভিজ্ঞতা বিনিময় সভা সম্প্রতি বাগেরহাট জেলার মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। ‘নারী ও কিশোরীর জলবায়ু পরিবর্তন সহনশীলতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় এ সভার উদ্বোধন করেন স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব এ. টি. এম. সাইফুল ইসলাম। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্বাস্থ্য পেশাজীবী এবং উন্নয়ন সহযোগীরা অংশগ্রহণ করেন। কি-নোট উপস্থাপন করেন প্রফেসর ডা. মো. ইকবাল কবির, পরিচালক ও সমন্বয়কারী, ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হেলথ প্রমোশন ইউনিট, স্বাস্থ্য সেবা বিভাগ। তিনি জিএইচআই-এর লক্ষ্য ও বাস্তবায়ন পদ্ধতি তুলে ধরে ব্যাখ্যা করেন কীভাবে জলবায়ু-স্মার্ট স্বাস্থ্যসেবা স্বাস্থ্যঝুঁকি হ্রাস করে, সেবার মানোন্নয়ন ঘটায় এবং দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়নে অবদান রাখে। পরবর্তীতে মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিনুর রহমান...