ফুটবল বিশ্বকাপের ম্যাসকট টুর্নামেন্টের আয়োজক দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কিৃতির প্রতিনিধিত্ব করে। ২০২৬ বিশ্বকাপ আয়োজিত হতে চলেছে আমেরিকা, কানাডা ও মেক্সিকোতে। টুর্নামেন্টের তিনটি আয়োজক দেশের প্রতিনিধিত্ব করেবে তিনটি মাসকট, ক্লাচ দ্য বাল্ড ঈগল, ম্যাপেল দ্য মুস এবং জায়ু দ্য জাগুয়ার। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো বলেন, ‘ম্যাপেল, জায়ু ও ক্লাচ ফিফা বিশ্বকাপের মতোই আনন্দ, শক্তি ও ঐক্যের প্রতীক।’ ফিফা জানিয়েছে, তিনটি মাসকটই তাদের নিজ নিজ দেশের সংস্কৃতির অংশ। ফিফার পক্ষ থেকে বলা হয়েছে, ম্যাসকটগুলোর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছে ক্লাচ ঈগল। ক্লাচকে বলা হয়েছে ‘অ্যাডভেঞ্চারপ্রেমী আর মাঠে সাহসী’। ক্রীড়া মহলে ক্লাচ হিসেবে মনে করা হয় এমন এক ব্যক্তিত্বকে যিনি উপযুক্ত সময় সঠিক পদক্ষেপ নিয়ে থাকেন কিংবা অনবদ্য পারফরম্যান্স করে থাকেন। এই নামের মধ্যে দিয়ে আমেরিকার দৃঢ়...