দুর্গাপূজা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে আটদিনের ছুটি শুরু হয়েছে। শুক্রবার থেকে শুরু হওয়া টানা এ ছুটিতে বন্ধ থাকবে ভারত থেকে পণ্য আমদানি ও রপ্তানি কার্যক্রম। সোনামসজিদ স্থলবন্দর পরিচালনকারী প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মাইনুল ইসলাম ও সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি একরামুল হক এ তথ্য জানিয়েছেন। তারা জানান, বাংলাদেশ নির্বাহী আদেশে ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে দুর্গাপূজায় চারদিন ছুটি রয়েছে। ভারতের মহদিপুর স্থলবন্দর কর্তৃপক্ষের ছুটির কারণে টানা আট দিনের ছুটির ফাঁদে পড়েছে সোনামসজিদ স্থলবন্দর। ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এ ছুটি টানা চলবে ৩ অক্টোবর পর্যন্ত। এ সময়ে...