অর্থ আত্মসাৎ ও পাচারের মামলায় গ্রেপ্তার আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ জাহাঙ্গীর আলম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইব্রাহীম খলিলের আদালতে জবানবন্দি দেন।জবানবন্দিতে তিনি সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগী আব্দুল আজিজ, উৎপল পাল ও সৈয়দ কামরুজ্জামান সিন্ডিকেটের মাধ্যমে হাজার কোটি টাকা পাচারের বিষয় স্বীকার করেছেন।এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চান্দগাঁও থানার কালুরঘাট ভারী শিল্প এলাকার আরামিট গ্রুপের অফিস থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।‘ইউনূস শান্তিতে নোবেল পেলেও রাষ্ট্র পরিচালনায় জিরো পেয়েছেন’দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপপরিচালক সুবেল আহমেদ জানান, জাহাঙ্গীর আলমের জবানবন্দি মামলার মূল প্রমাণ হিসেবে বিবেচিত হবে।জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ, তিনি সম্প্রতি আরামিট পিএলসির ১১টি চেকে ১ কোটি ৭৬ লাখ...