কানাডার ইকালুইট শহরে গাড়ি ধোয়ার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ফলে সাত বছর পর বাসিন্দারা নিজেদের গাড়ি পানি দিয়ে পরিষ্কারের অনুমতি শর্তসাপেক্ষে ফিরে পাচ্ছেন। শহরের প্রধান জলাধার লেক জেরালডিনের পানির স্তর রক্ষার জন্য ২০১৮ সালে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে জলাধারে পর্যাপ্ত পানির মজুদ থাকায় মঙ্গলবার অনুষ্ঠিত কাউন্সিল বৈঠকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। কাউন্সিল থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, গত তিন বছরে পানির চাহিদা ধারাবাহিকভাবে নিয়ন্ত্রণে আনা গেছে। এখন জলাধারে প্রায় ৬০০ দিনের জন্য পর্যাপ্ত পানি মজুদ আছে। তবে যথেচ্ছ ব্যবহার করলে আবারও নিষেধাজ্ঞা আরোপ হতে পারে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ। কাউন্সিলার অ্যাম্বার আগলুকার্ক বলেছেন, পানি সংরক্ষণ কিন্তু এখনও গুরুত্বপূর্ণ। সবাই যেন অতিরিক্ত ব্যবহার করে আবারও নিষেধাজ্ঞা জারি করতে আমাদের বাধ্য না করেন। কর্তৃপক্ষের সিদ্ধান্তে স্বভাবতই খুশি হয়েছেন...