তিনজন ব্যক্তি জোর করে ধরে বাউল ফকিরের মত দেখতে এক বৃদ্ধের চুল কেটে দিচ্ছেন। তিনি নিজের শক্তি দিয়ে ওই লোকগুলোর কাছ থেকে ছুটার চেষ্টা করেও ব্যর্থ হন। শেষ পর্যন্ত অসহায়ের মত বলছিলেন, ‘আল্লাহ, তুই দেহিস।’ ঘটনাটি গত কোরবানির ঈদের আগে ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশিগঞ্জ বাজারে ঘটনাটি ঘটলেও সম্প্রতি এর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়। খোঁজ নিয়ে জানা যায়, ভুক্তভোগী ওই ব্যক্তির নাম হালিম উদ্দিন আকন্দ (৭০)। তিনি উপজেলার কোদালিয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা ‘ফকির’ হিসেবে হালিম উদ্দিনকে বেশ ভাল করেই চেনেন। তারা জানান, হালিম উদ্দিন উন্মাদ, পাগল বা মানসিক বিকারগ্রস্ত নন। সংসার জীবনে তিনি পুত্র ও কন্যা সন্তানের জনক। দীর্ঘ ৩৭ বছর যাবৎ জট ছিলো তার মাথায়। হজরত শাহজালাল (রঃ) ও শাহ্ পরাণ (রঃ) এর ভক্ত তিনি। একসময় তিনি কৃষিকাজ...