২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৯ পিএম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খাঁ জেলার দারাবান এলাকায় নিরাপত্তা বাহিনীর একটি বিশেষ গোয়েন্দা অভিযানে ১৩ জন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গি নিহত হয়েছে। এ অভিযানকে সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বড় সাফল্য হিসেবে দেখছে পাকিস্তান সেনাবাহিনী। বুধবার (২৪ সেপ্টেম্বর) সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) জানায়, নির্ভুল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। গোয়েন্দাদের কাছে খবর ছিল যে, দারাবান এলাকায় টিটিপি জঙ্গিরা সক্রিয় অবস্থান নিয়েছে এবং বড় হামলার প্রস্তুতি নিচ্ছে। এ তথ্যের ভিত্তিতেই সেনারা অভিযানে নামে। আইএসপিআর জানিয়েছে, অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী জঙ্গিদের সুনির্দিষ্ট অবস্থান লক্ষ্য করে হামলা চালায়। এতে ১৩ জন টিটিপি জঙ্গি নিহত হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে...