ইউরোপীয় সিনেমার কিংবদন্তি অভিনেত্রী ক্লডিয়া কার্ডিনাল মারা গেছেন। ফ্রান্সের নেমুর শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৮৭ বছর। ছয় দশকেরও বেশি বর্ণাঢ্য ক্যারিয়ারে ‘ইল গাত্তোপার্দো’তে অ্যাঞ্জেলিকার চরিত্র কিংবা ‘এইট অ্যান্ড হাফ’-এ তার উপস্থিতি আজও দর্শকের কাছে প্রাণবন্ত। একশোর বেশি চলচ্চিত্রে অভিনয় করা এই অভিনেত্রী হলিউডে পরিচিতি পান ‘দ্য পিঙ্ক প্যান্থার’-এর মাধ্যমে। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে দ্য গার্ল...