লেগ স্টাম্পের বাইরের শর্ট বল পুল করতে গিয়ে ব্যাটে-বলে করতে পারলেন না হাবিবুর রহমান সোহান। তার মনোযোগ একটু নড়ে গেল কি না, কে জানে! রবিউল ইসলামের পরের বলটি লেংথ থেকে ভেতরে ঢুকল একটু। সোহান ক্রস ব্যাটে খেললেন এলেমেলো শট। বল ছোবল দিল স্টাম্পে। হতাশায় মাথা নুইয়ে গেল সোহানের। অন্য প্রান্তে ক্রিজেই বসে মাথা নিচু করে ফেললেন নাজমুল হোসেন শান্ত। প্রতিপক্ষ দলের অনেই ছুটে এসে পিঠ চাপড়ে দিলেন সোহানের। আম্পায়ারও এসে মেলালেন হাত। কিন্তু এসবে কী আর সান্ত্বনা মেলে! দুর্দান্ত ব্যাটিং করেও যে সেঞ্চুরি হলো না মাত্র ৬ রানের জন্য! মাঠ থেকে শরীরটাকে কোনোরকমে টেনে যেন বের করে নিয়ে যাচ্ছিলেন তিনি। শতরান না পেলেও দলের দাপুটে জয়ের নায়ক তিনিই। ১০ চার ও ৬ ছক্কায় ৪৪ বলে ৯৪ রানের ইনিংস উপহার দেন...