শরীয়তপুর গোসাইরহাটে উপজেলায় রাসেল শেখ (৩৭) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে বিস্ফোরক মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বিস্ফোরক ও দণ্ডবিধি আইনে দায়ের হওয়া একটি মামলায় আসামি হিসেবে তাকে কারাগারে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে গোসাইরহাট পৌর এলাকার ধীপুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার রাসেল শেখ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক পদে রয়েছেন। তিনি ওই এলাকার মৃত মজিদ শেখের ছেলে। স্থানীয়রা জানায়, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় থাকাকালে মজিবুর পূর্ব সাতকানিয়া এলাকার ত্রাস সৃষ্টি করেছিল। তার নেতৃত্বে এলাকায় জমি দখল, সরকারি প্রকল্পে দুর্নীতি এবং ভিন্নমত পোষণকারীদের নির্যাতনের অভিযোগ ছিল।আরও পড়ুনআরও পড়ুনবরিশালের সমন্বয়ক মারজুকের চার বিয়ে নিয়ে তোলপাড় মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর-৩ (গোসাইরহাট ডামুড্যা ও ভেদরগঞ্জ)...