মাইক্রোসফট কোপাইলট চালুর পর থেকেই এটি উইন্ডোজ ১১ এর একটি বড় ফিচারে পরিনত হয়েছে। শুরুতে কোপাইলট একটি আলাদা অ্যাপ হিসাবে থাকলেও এখন অপারেটিং সিস্টেমের ভেতরেই গভীরভাবে যুক্ত হয়েছে। প্রযুক্তি সাইট ‘টমস গাইড’ লিখেছে, এআই-চালিত এই অ্যাসিসট্যান্টটি মূলত ‘বিং এআই সার্চ’ এবং উন্নত ল্যাঙ্গুয়েজ মডেল একসঙ্গে ব্যবহার করে সরাসরি ডেস্কটপ থেকেই নানা কাজে সাহায্য করে। সাম্প্রতিক আপডেটে কোপাইলটকে আরও সহজভাবে ব্যবহারযোগ্য করা হয়েছে। এখন টাস্কবারেই একটি কোপাইলট আইকন যোগ হয়েছে যেখানে এক ক্লিকেই এআইয়ের সাহায্য পাওয়া যায়। তবে সবাই এই ফিচার ব্যবহার করতে চান না। কেউ কেউ ব্যক্তিগত তথ্যের প্রাইভেসি নিয়ে চিন্তিত আবার কেউ হয়তো চিরাচরিত উইন্ডোজই ব্যবহার করতে চান যেখানে এআই নেই। অনেকের কাছে কোপাইলট তেমন কাজে না-ও লাগতে পারে। তাই স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এটি কি বন্ধ করা সম্ভব? মাইক্রোসফট...