আরশাদ হোসেন নামে এক ক্রেতা বাজার করতে এসেছেন রাজধানীর মিরপুর ১ নম্বরের কাঁচাবাজারে। দামে হতাশ হয়ে তিনি বলেন, ‘বাজারে সব কিছুরই দাম বেশি। সবজির দামে কোনও লাগাম নেই। এ রকম হলে আমাদের মতো সাধারণ মানুষ কী খেয়ে বাঁচবে? এদিকে সবজির দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে মো. শাহ আলম নামে এক বিক্রেতা বলেন, ‘আজ আবার সবজির দাম বেড়েছে। হয়তো বৃষ্টির কারণে বেড়ে গেছে। এখন বাজারের যে অবস্থা, খুব একটা দাম কমার সম্ভাবনাও দেখি না।’ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) মিরপুর ১ নম্বরের কাঁচাবাজারে ঘুরে দেখা গেছে, এক সপ্তাহ আগের তুলনায় আজ প্রায় সব ধরনের সবজির দাম বেড়েছে। একই অবস্থা ডিমের বাজারে। মাছের দামও আকাশছোঁয়া। তবে কিছুটা স্বস্তি এসেছে মুরগির বাজারে। আজ বাজারে প্রতি কেজি ভারতীয় টমেটো ১২০ টাকা, দেশি গাজর ৮০ টাকা, চায়না গাজর...