ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন সের্হিও বুসকেতস। ইন্টার মায়ামির হয়ে চলতি এমএলএস মৌসুমই হবে তার শেষ মৌসুম।প্রায় দুই দশকের গৌরবময় ক্যারিয়ারের ইতি টানলেন আধুনিক ফুটবলের অন্যতম সেরা ডিফেন্সিভ মিডফিল্ডার। ৩৭ বছর বয়সী এই তারকা বৃহস্পতিবার এক আবেগঘন ভিডিও বার্তায় বলেন, ‘আমি মনে করি সময় এসেছে পেশাদার ফুটবলকে বিদায় জানানোর। প্রায় ২০ বছর ধরে যে অসাধারণ যাত্রাটা উপভোগ করেছি, তা ছিল আমার স্বপ্ন পূরণের গল্প। ’ বার্সেলোনার হয়ে বুসকেতস খেলেছেন ৭২২ ম্যাচ, যা ক্লাবের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ। এই সময় তিনি জিতেছেন ৩২টি ট্রফি—এর মধ্যে ৯টি লা লিগা, ৭টি কোপা দেল রে এবং ৩টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ শিরোপা। পুরো ক্যারিয়ারে তার ট্রফি সংখ্যা দাঁড়িয়েছে ৩৬-এ। স্পেন জাতীয় দলের জার্সিতে খেলেছেন ১৪৩ ম্যাচ। ছিলেন ২০১০ সালের বিশ্বকাপ ও ২০১২ সালের ইউরো জয়ী দলের...