অথচ সময় আল্লাহ তায়ালার বড় নেয়ামত। এই নেয়ামত অহেতুক কাজে নষ্ট না করে কাজে লাগানো উচিত। মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেন, দুটি নেয়ামত এমন রয়েছে যাতে অধিকাংশ মানুষ ধোঁকায় পড়ে নষ্ট করে থাকে। তা হলো ১. সুস্থতার নেয়ামত। ২. অবসর সময়ের নেয়ামত। (সহিহ বুখারি) তাই জীবনের প্রতিটি মুহূর্ত কাজে লাগানোর চেষ্টা করা উচিত। যানবাহনে বসে থাকার সময়গুলোও আমরা চাইলে কাজে লাগাতে পারি। এখানে আমি কয়েকটি আমলের কথা লিখছি যা আমরা যানবাহনে ওঠা ও বসে থাকার সময়ে করতে পারি। যানবাহনে ওঠার পর প্রথমেই দোয়া পড়ে আল্লাহর নিরাপত্তা গ্রহণ করুন। হাদিসে এসেছে মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বাহনে উঠে তিনবার তাকবির বলে এই দোয়া পড়তেন, سُبْحانَ الذي سَخَّرَ لَنا هذا وَما كُنّا له مُقْرِنِينَ وإنّا إلى رَبِّنا لَمُنْقَلِبُونَ উচ্চারণ:সুবহানাল্লাজি সাখ্খারা লানা হাজা ওয়ামা...