বৃষ্টি ও সরবরাহ ঘাটতির অজুহাতে কয়েক মাস ধরেই অস্থির সবজির বাজার। মাঝে কিছুটা ওঠানামা করলেও চলতি সপ্তাহে আবারও বেড়েছে দাম। এতে ভোক্তাদের ভোগান্তি বেড়েছে। শুক্রবার সকালে রাজধানীর নিউমার্কেট কাঁচাবাজার ও পলাশী বাজার ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে। বিক্রেতারা জানান, গত কয়েকদিনের বৃষ্টির কারণে বাজারে সবজির সরবরাহ কমেছে। এতে প্রতি কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বাজারে দেখা গেছে, মানভেদে প্রতি কেজি ধুন্দল ৪০-৫০ টাকা, শসা ৫০-৮০ টাকা, পেঁপে ২০ টাকা, ঝিঙে ৬০-৮০ টাকা, কহি ৫০-৬০ টাকা, আলু ২০-২৫ টাকা, আমড়া ৬০ টাকা এবং কচুমুখি ৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া করলা ৮০ টাকা, ঢ্যাঁড়শ ৭০-৮০ টাকা, টমেটো ১২০-১৪০ টাকা, বরবটি ৬০ টাকা, মূলা ৮০ টাকা, পটোল ৭০ টাকা, কাঁকরোল ৬০ টাকা, বেগুন ৮০-১০০...