পাকিস্তানের বিপক্ষে ম্যাচটা হাত ফসকে গেল। সঙ্গে শেষ হয়ে গেল ৭ বছর পর আবার এশিয়া কাপের ফাইনালে খেলার সুযোগও। এই ব্যর্থতার দায় কার? আপনি চাইলে দোষ দিতে পারেন ফিল্ডিংয়ের, কিন্তু টি-টোয়েন্টি ক্রিকেটে যে কোনো পিচে ১৩৬ রান তাড়া করতে না পারার ব্যর্থতা আর যাই হোক, ফিল্ডিংয়ের ঘাড়ে চাপানো যায় না; এই দোষ অতি অবশ্যই ব্যাটিংয়েরই। আরেকটু স্পষ্ট করে বললেন, দায়টা ব্যাটারদের ‘মগজ’ ব্যবহার করতে না পারার, ম্যানেজমেন্টের দোষটাও ওখানেই বৈকি! ব্যাটারদের আলাপে একটু পরে আসা যাক। আগে ম্যানেজমেন্টের অবিমৃষ্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা প্রয়োজন বোধ করি। ম্যাচের একাদশে গতকাল মিডল অর্ডার ব্যাটার, যিনি মিডল ওভার সামলাবেন, এমন ব্যাটার ছিলেন মোটে একজন– তিনি তাওহীদ হৃদয়। তার পর যারা এসেছেন গত রাতে, তাদের সবাইকে মিডল অর্ডার না বলে লোয়ার মিডল অর্ডার বলাটাই বেশি...