আবু ধাবির রাজপরিবার টিকটকের মার্কিন ব্যবসায় অংশীদার হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে এই চুক্তিকে অনুমোদন দিয়েছেন। চুক্তির মূল্য ধরা হয়েছে ১৪ বিলিয়ন ডলার (প্রায় ১০.৫ বিলিয়ন পাউন্ড)। শেখ তাহনুন বিন জায়েদ আল নাহিয়ানের নেতৃত্বে থাকা তহবিল এমজিএক্স টিকটক ইউএস-এর ১৫ শতাংশ শেয়ার নেবে এবং নতুন বোর্ডে একটি আসন পাবে। ট্রাম্প বৃহস্পতিবার রাতে আদেশে সই করেছেন। এতে ১২০ দিনের সময় দেওয়া হয়েছে চুক্তির খুঁটিনাটি চূড়ান্ত করার জন্য। টিকটক ইউএস-এর প্রায় ৪৫ শতাংশ নিয়ন্ত্রণে থাকবে ল্যারি এলিসনের ওরাকল, প্রাইভেট ইকুইটি গ্রুপ সিলভার লেক এবং আবু ধাবির এমজিএক্সের হাতে। সব মিলিয়ে আমেরিকান কোম্পানিগুলো টিকটক ইউএস-এর ৬৫ শতাংশের বেশি মালিকানা পাবে। ট্রাম্প জানিয়েছেন, বিনিয়োগকারীদের তালিকায় আছেন মাইকেল ডেল এবং রুপার্ট মারডকের ফক্সও। ট্রাম্প বলেন, ‘টিকটক ইউএস এখন থেকে সংখ্যাগরিষ্ঠভাবে আমেরিকানদের মালিকানায় এবং নিয়ন্ত্রণে...