সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজায় সব ধরনের ঝুঁকি বিবেচনায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় রাজধানীতে ৯৪টি টহলসহ সারাদেশে ২৮১টি টহল দল মোতায়েন করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী এ বাহিনীটি। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার মুখপাত্র উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধরনের ঝুঁকি পর্যালোচনা করে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উপলক্ষে র্যাব ফোর্সেস কর্তৃক বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গাপূজার প্রধান বৈশিষ্ট্য। হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম এই ধর্মীয় অনুষ্ঠানের সার্বিক সাফল্য কামনা করছে র্যাব। এতে আরও বলা হয়, দূর্গাপূজা ২০২৫ উপলক্ষে...