বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের লক্ষ্যে টাঙ্গাইলের মধুপুর উপজেলার নয়াপাড়ায় বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় মধুপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে নয়াপাড়া মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। সন্ধ্যা নামতেই পৌর শহরের বিভিন্ন স্থান থেকে মিছিলসহকারে নেতাকর্মীরা সভাস্থলে সমবেত হতে থাকেন। রাত বাড়ার সঙ্গে সঙ্গে কর্মীসভাটি জনসমুদ্রে রূপ নেয় এবং অতীতের সকল রেকর্ড ভেঙে ওয়ার্ড পর্যায়ের একটি কর্মীসভাকে জনসভায় পরিণত করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জিয়া ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট মোহাম্মদ আলী বলেন,“মধুপুর-ধনবাড়ীর মানুষ চান স্থানীয় কাউকে এমপি হিসেবে দেখতে। অতীতে নানা জেল-জুলুম ও মামলার মধ্যেও আমি জনসাধারণের পাশে থেকেছি। তাই দলীয়ভাবে মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে এলাকাবাসীর উন্নয়নে সর্বদা পাশে থাকব, ইনশাআল্লাহ। একইসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান...