আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন করে আরও কিছু পণ্যে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার তাঁর ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে এ ঘোষণা দেওয়া হয়। বিবিসি জানিয়েছে, এর মধ্যে আমদানিকৃত ওষুধের ওপর আরোপ করা হয়েছে ১০০ শতাংশ শুল্ক। কোনো কোম্পানি দেশটিতে কারখানা না গড়ে তুললে ওই কোম্পানির ওষুধ আমদানিতে শতভাগ শুল্ক আরোপ হবে। এ ছাড়া, সব ধরনের ভারী ট্রাকে ২৫ শতাংশ এবং রান্নাঘর ও বাথরুমের ক্যাবিনেটে ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প বলেছেন, বাইরের দেশ থেকে বিপুল পরিমাণে এসব পণ্য এসে বাজার সয়লাব হয়ে গেছে, যা আমেরিকার উৎপাদকদের ক্ষতিগ্রস্ত করছে। বৈদেশিক আমদানি থেকে স্থানীয় উৎপাদকদের রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। নতুন করে আর শুল্ক আরোপ না করতে হোয়াইট হাউসের প্রতি আহ্বান জানিয়েছিল আমেরিকার ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো। তাদের অনুরোধ সত্ত্বেও...