ইসরায়েলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করার যেকোনো প্রচেষ্টা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করবে যুক্তরাষ্ট্র। আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপকে সামনে রেখে ওয়াশিংটন এ অবস্থান নিয়েছে। সম্প্রতি জাতিসংঘের এক তদন্ত কমিশন জানিয়েছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর ইসরায়েল ‘গণহত্যা’ চালিয়েছে। এর পর জাতিসংঘের বিশেষজ্ঞ প্যানেল এবং স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজসহ অনেকে ইসরায়েলের বিরুদ্ধে ক্রীড়া নিষেধাজ্ঞার দাবি তুলেছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বিবিসি স্পোর্টকে বলেন, ‘আমরা অবশ্যই সর্বাত্মকভাবে চেষ্টা করব যাতে কেউ ইসরায়েল জাতীয় ফুটবল দলকে বিশ্বকাপ থেকে নিষিদ্ধ করতে না পারে। ’ ইতিমধ্যে ইউরোপীয় ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা শিগগিরই ইসরায়েলকে স্থগিত করার বিষয়ে বৈঠক ডাকার আলোচনা চলছে বলে জানা গেছে। এক ইউরোপীয় সদস্য দেশের কর্মকর্তার ভাষায়, ‘আমাদের ধারণা, উয়েফার নেতৃত্ব এবার কিছু পদক্ষেপ নিতে চায়। আগের মাসের তুলনায় এখন চাপ...