কুমিল্লার মুরাদনগর উপজেলায় পাগলা কুকুরের তাণ্ডবে অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার শ্রীরামপুর, গাজীপুর, বিষ্ণুপুর ও দিঘীরপাড় গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে একটি পাগলা কুকুর হঠাৎ করে গ্রামগুলোতে প্রবেশ করে নারী, পুরুষ ও শিশুদের ওপর আক্রমণ চালায়। এতে প্রায় ৪০ থেকে ৫০ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন- মাজেদা বেগম (৪০), আবু সাইদ (৫), হামদু মিয়া (৯০), আবুল মিয়া (৬০), লুৎফা বেগম (৩০), মোহাম্মদ হাবিবুল্লাহ (৩২), আসমা বেগম, ও শাকিল মিয়া (৭)। এছাড়া কুকুরের কামড় থেকে স্থানীয় হাঁস-মুরগি ও গরু-ছাগলও রক্ষা পায়নি।আরও পড়ুনআরও পড়ুনত্রাস সৃষ্টি করা সেই স্বেচ্ছাসেবক লীগ নেতা কারাগারে আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে যাদের অবস্থা আশঙ্কাজনক তাদের কুমিল্লা মেডিকেল কলেজ...