২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩২ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩৩ পিএম ন্যাটো জোটের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য জার্মানির প্রতিরক্ষা সক্ষমতা জোরদারে বড় পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র। বার্লিনকে আধুনিক ক্ষেপণাস্ত্র সরবরাহের মাধ্যমে ওয়াশিংটন শুধু সামরিক সহযোগিতা নয়, বরং ইউরোপে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্র সরকার জার্মানিকে ১.২৩ বিলিয়ন ডলারের উন্নত আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দেয়। মোট ৪০০টি ক্ষেপণাস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জাম সরবরাহের এই সিদ্ধান্ত নেওয়া হয় জার্মানির প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং ন্যাটোর যৌথ প্রতিরক্ষা কাঠামোকে আরও শক্তিশালী করতে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের মতে, এই বিক্রি কেবল জার্মানির প্রতিরক্ষা সক্ষমতা নয়, বরং মার্কিন পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার লক্ষ্য বাস্তবায়নেও সহায়ক হবে। মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানায়, এই ক্ষেপণাস্ত্র জার্মান এফ-৩৫ যুদ্ধবিমান প্রোগ্রামের...