২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৭ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৪৮ পিএম ভারতের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিমালয় অঞ্চল লাদাখে দীর্ঘদিন ধরে জমে থাকা অসন্তোষ হঠাৎই বিস্ফোরিত হলো সহিংস বিক্ষোভে। বহু বছর ধরে শান্তিপূর্ণভাবে রাজ্যের মর্যাদা ও সাংবিধানিক সুরক্ষা দাবিতে আন্দোলন করলেও এবার সেই দাবি নিয়ে রাস্তায় নামা তরুণদের ক্ষোভ রক্তাক্ত সংঘর্ষে পরিণত হয়েছে। আলজাজিরার বিশ্লেষণ বলছে, এটি শুধু একটি স্থানীয় আন্দোলন নয়, বরং দক্ষিণ এশিয়ার তরুণ প্রজন্মের ভেতরে জমে থাকা নতুন এক সামাজিক-রাজনৈতিক ক্ষোভের বহিঃপ্রকাশ। বুধবার (২৪ সেপ্টেম্বর) লাদাখের রাজধানী লেহ শহরে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে তরুণরা। পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত চারজন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। বিক্ষোভকারীদের অভিযোগ—২০১৯ সালে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিলের পর থেকে কেন্দ্রীয় শাসনের অধীনে লাদাখবাসীরা সাংবিধানিক অধিকার হারিয়েছে, চাকরিতে সুযোগ সংকুচিত হয়েছে এবং নির্বাচনী...