ভক্তরা বহুবার তাঁকে প্রশ্ন করতেন— “জুবিন দা… আপুনি মানুহ নে ভগৱান?” (জুবিন দা, আপনি মানুষ নাকি ঈশ্বর?)। তখন জুবিন গার্গ স্পষ্ট করে বলতেন, তিনি অন্য সবার মতোই একজন মানুষ, যিনি একদিন মৃত্যুবরণ করবেন। তিনি বলতেন, “মানুষ ভাবে জুবিন গার্গ মানেই ঈশ্বর… আমি ঈশ্বর নই… আমি মরলে তোমাদের আমার চিতা জ্বালাতে হবে… সবাই ভাবে আমি সবকিছু পারি… কিন্তু যে আমাকে অতিরিক্ত ভালোবাসে, কখনও কখনও সেই ভুলও করতে পারে…”। কিন্তু আজ যখন তিনি নেই, তখন তাঁর জীবন, তাঁর উক্তি, তাঁর শেষ ইচ্ছাগুলো—সব যেন এক অদ্ভুত ভবিষ্যদ্বাণীর মতো প্রতিধ্বনিত হয়। তিনি যা বলেছিলেন, যে বিশ্বাসে বেঁচেছিলেন; এগুলো নিয়ে মানুষের মধ্যে চর্চা আরো বেড়েছে! এই বোনা ইতিহাসের সবচেয়ে শক্তিশালী সুতোগুলোর একটি তাঁর শেষ ইচ্ছার সঙ্গে জড়িত। ২০১৯ সালে গুয়াহাটির বড়ুয়া কলেজে এক কনসার্টে তিনি...