নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম থেকে গ্রেপ্তার আরামিট পিএলসির সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মোহাম্মদ জাহাঙ্গীর আলম ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হাজার কোটি টাকা পাচারের বিষয়ে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দি দেন জাহাঙ্গীর আলম। তিনি জানান, সাবেক মন্ত্রী জাবেদ ও তার সহযোগী আব্দুল আজিজ, উৎপল পাল ও সৈয়দ কামরুজ্জামান সিন্ডিকেটের মাধ্যমে বড় অংকের অর্থ পাচার ঘটিয়েছেন। এর আগে বুধবার (২৪ সেপ্টেম্বর) চান্দগাঁও থানার কালুরঘাটে আরামিট গ্রুপের অফিস থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমেদ জানান, জবানবন্দিটি মামলার মূল প্রমাণ হিসেবে বিবেচিত হবে। জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ, তিনি অনুমতি ছাড়াই ১১টি চেকে ১ কোটি ৭৬ লাখ টাকা উত্তোলন করেন, যা প্রমাণপত্রসহ...