শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গা উৎসব। উৎসব এলেই ঘর সাজানোর একটা ধুম পড়ে যায়। একেক উৎসবে একেক রকম করে ঘর সাজাতে পছন্দ করেন অনেকেই। তবে যাই করুন না কেন, এমনভাবে ঘর সাজিয়ে তুলুন যেন ঘরের প্রতিটি কোণায় পূজার আমেজ সৃষ্টি হয় । দুর্গাপূজা মানেই নানা রকম ফুল ও পাতা দিয়ে ঘর সাজানো। ঘরে পূজার আমেজ আনতে দরজার বাইরে গাঁদা ফুলের মালা লাগিয়ে দিতে পারেন। বসার ঘর, ডাইনিং টেবিলের ফুলদানিতে পদ্ম, রজনীগন্ধা, অর্কিড, ডালিয়া ও গোলাপ ফূল দিয়ে সাজিয়ে নিতে পারেন। এছাড়া কাঁসা কিংবা মাটির পাত্রে পানি ভরে শিউলি, গোলাপের পাপড়ি ভাসিয়ে দিলে দেখতে ভালো দেখাবে। ফুলের মিষ্টি গন্ধ ঘরে আনবে স্নিগ্ধ ও সজীবতা। পূজার দিনগুলোতে মঙ্গলপ্রদীপ ব্যবহার করতে পারেন। এটি ঘরকে আলোকিত করার পাশাপাশি মনোরম পরিবেশ সৃষ্টি করবে। এছাড়া...