ভারতে পৌঁছানোর পর শনিবার প্রথম অনুশীলন সেশন ওয়েস্ট ইন্ডিজ দলের। এর আগেই জানা গেল, চোটের কারণে সফর থেকে ছিটকে গেছেন শামার জোসেফ। আগামী মাসের বাংলাদেশ সফরেও তাকে পাওয়া নিয়ে শঙ্কার জায়গা আছে যথেষ্ট। তার চোটের ধরন অবশ্য জানা যায়নি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিবৃতিতে শুধু জানিয়েছে, চোটের কারণে ছিটতে গেছেন শামার জোসেফ এবং আগামী মাসে বাংলাদেশে সীমিত ওভারের সফরের আগে তার অবস্থা মূল্যায়ন করে দেখা হবে। তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ অক্টোবর বাংলাদেশে আসার কথা ক্যারিবিয়ানদের। বাংলাদেশ সফরের আগে ভারতে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। জোসেফের বদলে দলে জায়গা পেয়েছেন জোহান লেইন। ২২ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার টেস্ট দলে ডাক পেলেন প্রথমবার। গত মাসে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে জায়গা পেয়েছিলেন তিনি বদলি হিসেবেই। তবে আন্তর্জাতিক...