বিনোদন ডেস্কঃআসামের জনপ্রিয় শিল্পী ও অভিনেতা জুবিন গার্গের মৃত্যুকে কেন্দ্র করে এখনো ধোঁয়াশা কাটছে না। তাঁর মৃত্যুর ঘটনায় সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে বিশেষ তদন্দকারী দল (এসআইটি)। বৃহস্পতিবার এ মামলায় প্রথমবার একজনকে গ্রেফতার করা হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জুবিন গার্গের মৃত্যুর মামলায় তদন্তে জিজ্ঞাসাবাদের পর গায়কের টিমের ড্রামার শেখর জ্যোতি গোস্বামীকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে টিম ম্যানেজার সিদ্ধার্থ শর্মার বাড়ি তল্লাশি চালিয়েছে বিশেষ তদন্তকারী দল। জানা গেছে, বৃহস্পতিবার সকালে জিজ্ঞাসাবাদের জন্য গুয়াহাটির গরিগাঁও থেকে গায়কের টিমের ড্রামার শেখর জ্যোতিকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছে বলে জানানো হয়। তার বিরুদ্ধে অভিযোগ ―তার কথাতেই সমুদ্রে নেমেছিলেন গায়ক জুবিন। এছাড়া গুয়াহাটির দাতলপাড়ায় ম্যানেজার সিদ্ধার্থ শর্মা ও নর্থ-ইস্ট ফেস্টিভ্যালের উদ্যোক্তা শ্যামকানু মোহন্তের বাড়ি তল্লাশি চালায় কর্মকর্তারা। এ সময় ম্যানেজারের...