বলিউড তারকা অক্ষয় কুমার তার কয়েক দশকের ক্যারিয়ারে একের পর এক সিনেমায় অভিনয় করেছেন। সেসবের কিছু সফল হয়েছে, কিছু হয়ে ব্যর্থ। তবে তিনি আর্থিকভাবে হয়েছেন ভারতের অন্যতম সেরা উপার্জনকারী একজন অভিনেতা। বহু বছর ধরে দেশের সর্বোচ্চ করদাতার খেতাবও পেয়েছেন অক্ষয়। ইন্ডিয়ান এক্সপ্রেস লিখেছে সম্প্রতি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শোয়ের’ তৃতীয় মৌসুমের সমাপনী পর্বে অতিথি হয়ে নিজের ক্যারিয়ারের ৩৫ বছর পূর্তি উদযাপর করেন তিনি। অক্ষয় ওই অনুষ্ঠানে বলেন, ছেলেবেলায় তিনি একবার সংবাদপত্রে পড়েছিলেন অভিনেতা জিতেন্দ্র ১০০ কোটি রুপি ফিক্সড ডিপোজিট করেছেন। “বাবাকে জিজ্ঞাসা করেছিলাম এই টাকার সূদ কত? তখন সুদের হার ছিল ১৩ শতাংশ। তখনই ভেবেছিলাম, যদি কোনো দিন ১০০ কোটির এফডিআর করতে পারি, তাহলে জীবনে নিরাপদ থাকব। “কিন্তু মানুষের চাহিদা বাড়তেই থাকে, এটাই স্বাভাবিক। সেই ১০০ কোটি থেকে আমার লক্ষ্য...