৪ সেপ্টেম্বর কানপুরের সৈয়দ নগর এলাকায় মিছিল চলাকালে ‘আই লাভ মুহাম্মদ’ লেখা ব্যানার প্রদর্শন করা হয়। স্থানীয় কিছু হিন্দু সংগঠন অভিযোগ করে যে, ওই জায়গাটি সাধারণত ‘রাম নবমী’ উৎসবের জন্য ব্যবহৃত হয় এবং সেখানে এই ব্যানার লাগানো ‘নতুন প্রথা চালু করার চেষ্টা’ বলে তাদের দাবী। ব্যানার বা স্লোগানের জন্য নয়, বরং অনুমতি ছাড়াই ব্যানার ও তাঁবু স্থাপনের কারণে পুলিশ ২৪ জন মুসলিম যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করে। পুলিশ কমিশনার অখিল কুমার জানান,“স্থান ব্যবহার ও অনুমতি লঙ্ঘনের অভিযোগে মামলা হয়েছে, স্লোগানের জন্য নয়। যারাই জড়িত নয় তাদের নাম মামলা থেকে বাদ দেওয়া হবে।” ব্যানার নিয়ন্ত্রণ ও পুলিশি ব্যবস্থা নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় কানপুরের বাইরে উত্তরপ্রদেশের বিভিন্ন জেলায়, পাশাপাশি মহারাষ্ট্র, তেলেঙ্গানা, গুজরাট ও ঝাড়খণ্ডে মুসলিম সম্প্রদায় শান্তিপূর্ণ প্রতিবাদ শুরু করে। তারা ‘আই...