সোম্য সরকার আর আফিফ হোসেন ধ্রুবর ফিফটিতে খুলনা স্কোর করেছিল বেশ ভালো, ১৭১। কিন্তু জাতীয় দলের সাবেক নাজমুল হোসেন শান্ত আর হাবিবুর রহমান সোহানের ব্যাটিংয়ের কাছে তা কম প্রমাণিত হয়েছে। প্রায় ৪ ওভার ৮ উইকেট হাতে রেখেই এনসিএল টি-টোয়েন্টিতি জয় তুলে নিয়েছে রাজশাহী। সকালে সিলেট ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শান্ত ব্যাট করতে পাঠান মোহাম্মদ মিঠুনের খুলনাকে। ১৩ রানে ৩ উইকেট হারানোর পর সৌম্য আর আফিফ মিলে ১১৭ রান যোগ করেন ১২ ওভারে। শান্তর বলে আউট হওয়ার আগে সৌম্য ৪৪ বলে করেন ৬৩, ৬টি বাড়ন্ডারি আর ৪ ছক্কা মেরেছেন তিনি। আফিফ ৩ বাউন্ডারি ও ৩ চক্কায় ৪০ বলে করেন ৫০।সৌম্য-আফিফ ১১৭ রানের জুটি গড়েছিলেন ১২ ওভারে।...