ইউক্রেইনকে ব্যবহার করে নেটো ও ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে ‘সত্যিকারের যুদ্ধ’ ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন মস্কোর শীর্ষ কূটনীতিক সের্গেই ল্যাভরভ। বৃহস্পতিবার জি২০ জোটের পররাষ্ট্র মন্ত্রীদের এক বৈঠকে দেওয়া বক্তৃতায় তিনি এ অভিযোগ করেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। যুক্তরাজ্য তার এ অভিযোগ খারিজ করে দিয়ে একে ‘মিথ্যা কল্পনাজগতের বিকৃত তথ্য’ আখ্যা দিয়েছে। ল্যাভরভ এই অভিযোগ করেন জাতিসংঘে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের ভাষণের দুইদিন পর। ওই ভাষণে ট্রাম্প রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার ইঙ্গিত দিয়ে ইউক্রেইনের যুদ্ধ প্রচেষ্টার প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন, নেটো জোটের উচিত তাদের আকাশসীমায় প্রবেশ করা রুশ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা। নেটোর বিমান পোল্যান্ডের আকাশসীমায় ঢুকে পড়া রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করার এক সপ্তাহ পরেই এস্তোনিয়া তাদের আকাশসীমায় মস্কো তিনটি যুদ্ধবিমান পাঠিয়েছে বলে অভিযোগ করেছে।...