চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে আবারও দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ১০টা থেকে মালিকরা বাস বন্ধ করে দিয়েছেন বলে বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন জানিয়েছেন। ‘একতা ট্রান্সপোর্ট’ ও লোকাল বাস ছাড়া অন্য সব দূরপাল্লার পরিবহন বন্ধ রয়েছে। এর আগে চলতি মাসেই বেতন-ভাতা বাড়ানোর দাবিতে বাসের চালক, তাদের সহকারী ও সুপারভাইজাররা দুই দফায় বাস বন্ধ করেছিলেন। এবার তৃতীয় দফায় আবারও বাস বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারের যাত্রীরা মারাত্মক ভোগান্তিতে পড়েছেন। মালিকপক্ষের ভাষ্য, শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো বাড়ালেও তারা আবার নতুন দাবি তুলছেন। শ্রমিকেরা ‘যত্রতত্র বাস থামিয়’ যাত্রী তুলতে চাইছেন এবং খোরাকি ভাতা চাইছেন। এতে ব্যবসায় ক্ষতি হবে জানিয়ে মালিকপক্ষ বলছে, এভাবে বাস চালানো সম্ভব নয়। শ্রমিকদের সঙ্গে না পেরে তারা নিজেরাই এবার বাস...