নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের শালবন এলাকার সংরক্ষিত বনভূমি অবৈধভাবে দখল করে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্র গড়ে তোলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সরকারি নকশা এবং বন বিভাগের নথি অনুযায়ী, ভাওয়াল রেঞ্জ ও রাজেন্দ্রপুর রেঞ্জের এই অঞ্চল সম্পূর্ণ সংরক্ষিত বনভূমি হিসেবে বিবেচিত। অভিযোগ অনুসারে, সংরক্ষিত এই বনভূমির উপর বেসরকারি প্রতিষ্ঠান ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি হ্যাচারি এবং তিনটি খামার অবস্থিত। একই সঙ্গে, ‘অরণ্য বিলাস’ নামে একটি বিলাসবহুল অবকাশযাপন কেন্দ্র নির্মাণ করা হয়েছে, যেখানে রয়েছে ডুপ্লেক্স ভবন, সুইমিং পুল এবং সবুজ মাঠ। এই অবকাঠামো গুলি স্পষ্টভাবে বন বিভাগের সংরক্ষিত জমি দখলের উদাহরণ হিসেবে ধরা হচ্ছে। ঢাকা বন বিভাগ দীর্ঘদিন ধরেই ইনডেক্স গ্রুপের পাঁচটি কোম্পানির বিরুদ্ধে একাধিকবার নোটিশ জারি করেছে, তবে বন বিভাগের পদক্ষেপ কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ থেকে গেছে। এখনো পর্যন্ত...