বাগেরহাটে পুলিশের রিমান্ডে থাকা চুরির মামলার আসামি মোজাফফর শেখ (২৬) নামে এক যুবক মারা গেছেন। পুলিশ জানিয়েছে, গারদে অসুস্থ হয়ে পড়লে মোজাফফরকে বাগেরহাট ২৫০ শয্যার জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার সকাল ৮টার দিকে তিনি মারা যান। মোজাফফর বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা গ্রামের আব্দুল ওহাব শেখের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে চুরির একটি মামলায় মোজাফফরকে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন। পরে তাঁকে বাগেরহাট সদর মডেল থানা গারদে নিয়ে আসে পুলিশ। এদিকে, রিমান্ডে থাকা আসামির মৃত্যুর খবরে সদর থানা পরিদর্শন করেছেন বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান। পুলিশ সুপার মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, গত ১৮ সেপ্টেম্বর বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি গ্রাম থেকে স্থানীয়রা মোজাফফরসহ চারজনকে চোর সন্দেহে ধরে পুলিশে দেয়। পুলিশ ওইদিনই আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠায়। চুরির মামলায় বৃহস্পতিবার...