যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চলছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। এই অধিবেশনের যোগ দিতে বন্ধু ট্রাম্পের দেশে গেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু, ফিলিস্তিনের গাজায় গণহত্যার দায়ে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা জারি থাকায় এ যাত্রায় বেশ ঝক্কি পোহাতে হয়েছে দখলদার এ প্রধানমন্ত্রীকে। মূলত, ইউরোপীয় দেশগুলোর আকাশসীমা পার হওয়ার সময় গ্রেপ্তারের ঝুঁকি থাকায় অতিরিক্ত ৬০০ কিলোমিটার ঘুরে যুক্তরাষ্ট্রে পা রাখতে হয়েছে তাকে। জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার আগে তার এই ভিন্নধর্মী ভ্রমণ রুট ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে আন্তর্জাতিক মহলে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি। ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, নিউইয়র্ক যাওয়ার পথে ইউরোপের আকাশসীমা এড়িয়ে একটি অস্বাভাবিক রুট বেছে নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ধারণা করা হচ্ছে, তার বিরুদ্ধে জারি হওয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা থেকে বাঁচতেই তিনি এই...