শ্রমিকদের বেতন-ভাতা বৃদ্ধির ইস্যুতে মালিকদের সঙ্গে বিরোধের জেরে নাটোর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী থেকে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল আবারও অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে আকস্মিকভাবে বাস বন্ধ করে দেওয়া হয়। এতে করে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত যাত্রী, বিশেষ করে যারা পূজার ছুটিতে বাড়ি ফিরছিলেন। জানা যায়, দেশ, ন্যাশনাল, গ্রামীণ ও হানিফসহ কয়েকটি পরিবহনের বাস বৃহস্পতিবার রাত থেকে চলাচল বন্ধ করে দিয়েছে। তবে একতা ট্রান্সপোর্ট ও কয়েকটি লোকাল বাস এখনও চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক ১২৫০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং চালকের সহকারী ৪০০ টাকা পান। এই মাসেই বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে চালক, সহকারী ও সুপারভাইজাররা দুই দফায় বাস চলাচল বন্ধ করে দিয়েছিলেন। সংকট...