রংপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে তাজহাট থানার দমদমা ব্রিজের উত্তরের মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পিকআপের চালকের সহকারী আরিফ (২০), যাত্রী শাহিনা (২৮) ও ওয়ালিদ হোসেন স্বাধীন (১)। বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান আলী গণমাধ্যমকে বলেন, ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের দমদমা ব্রিজের উত্তর প্রান্তে মহিগঞ্জগামী একটি মালবাহী পিকআপ মহাসড়কে ইউটার্ন নেওয়ার চেষ্টা করে। এ সময় ঢাকা অভিমুখে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে পিকআপটি দুমড়ে-মুচড়ে গেছে এবং ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। আর আহত পিকআপ চালককে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ট্রাকের চালক ও সহকারী দুর্ঘটনার পরপরই...