২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৮ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম অবৈধ অভিবাসন নিয়ন্ত্রণে নতুন উদ্যোগ নিতে যাচ্ছে যুক্তরাজ্য সরকার। খবর বিবিসির। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টার্মার তার ভাষণে সারা দেশে বাধ্যতামূলক ডিজিটাল পরিচয়পত্র চালুর পরিকল্পনা প্রকাশ করবেন বলে ধারণা করা হচ্ছে। সরকারি সূত্র জানায়, এ ব্যবস্থার মাধ্যমে যুক্তরাজ্যে বসবাস ও কাজের বৈধতা যাচাই সহজ ও সুনির্দিষ্ট করা হবে। প্রতিটি ডিজিটাল আইডি একটি কেন্দ্রীয় ডাটাবেজের সঙ্গে সংযুক্ত থাকবে। বর্তমানে যাচাই প্রক্রিয়া মূলত কাগুজে নথির মাধ্যমে সম্পন্ন হলেও ধীরে ধীরে তা অনলাইনে স্থানান্তর করা হচ্ছে। তবে যাদের স্মার্টফোন বা পাসপোর্ট নেই, তাদের জন্য বিকল্প ব্যবস্থা কীভাবে নেওয়া হবে-সে বিষয়েও আলোচনার কথা জানিয়েছে সরকার। রাজনৈতিক বিতর্কপূর্ববর্তী লেবার সরকারের আমলে আইডি কার্ড চালুর প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল কনজারভেটিভ-লিবারেল ডেমোক্র্যাট জোটের বিরোধিতার...