ভারতের বিহার রাজ্যে নির্বাচন যত এগিয়ে আসছে সেখাসে রাজনৈতিক উত্তেজনা ততো তীব্র হচ্ছে। অভিযোগ ও পাল্টা অভিযোগ বেড়েই চলছে। মূল অভিযোগগুলোর মধ্যে রয়েছে বিহারে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের উপস্থিতি। রাজ্যের ভোটার তালিকা সংশোধনের পর বিজেপি এই অভিযোগ তুলছে। অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়াইসি বিজেপির এই অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছেন। ওয়াইসি বলেছেন, “মোদি বলেন যে বিহারে বাংলাদেশি আছে। বিহার এবং সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই মোদিজি। কিন্তু বাংলাদেশ থেকে দিল্লিতে আপনার একজন বোন বসে আছেন। তাকে বাংলাদেশে পাঠিয়ে দিন। তাকে সীমান্ত অঞ্চলে নিয়ে আসুন, আমরা তাকে বাংলাদেশে ফেলে দেব।” গত বছরের আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান...