২৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫৬ পিএম | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৭ পিএম টেকসই সৌরশক্তি বিস্তারে অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে অংশীদারিত্বমূলক কাজ করা জরুরি। টেকসই সৌরশক্তি বিস্তারে বিদ্যমান প্রতিবন্ধকতা এবং বর্তমান সরকারের সৌরশক্তি সম্প্রসারণে গৃহীত পদক্ষেপগুলো বাস্তবায়নে বৈশ্বিক সহযোগিতা কামনা করেন বাংলাদেশ সাস্টেইনেবল এন্ড রিনিউএবল এনার্জি অ্যাসোসিয়েশন (বিএসআরইএ)। বিএসআরইএ'র পক্ষে সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো আতাউর রহমান সরকার রোজেল জাতিসংঘ সদর দপ্তরে এবংব্লুমবার্গ ফিলানথ্রপিস'র সদর দপ্তরে আয়োজিত কয়েকটি গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানান। গ্লোবাল সোলার কাউন্সিল (GSC) এবং ব্লুমবার্গ ফিলানথ্রপিস এর যৌথ উদ্যোগে প্রথমবারের মতো নিউইয়র্ক ক্লাইমেট উইকের সময় ২২ ও ২৩ সেপ্টেম্বর বিশ্বব্যাপী সৌর পিভি সমিতিগুলোর এক বৈশ্বিক সমাবেশের আয়োজন করে। সেশনগুলোতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা বলেন, জাতীয় ও আঞ্চলিক সৌর সমিতিগুলো হলো এই শিল্পের প্রবৃদ্ধির প্রধান চালিকা শক্তি, তবে অনেক...