সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ দেশটির নতুন গ্র্যান্ড মুফতি এবং সিনিয়র উলামা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছেন শেখ ড. সালেহ বিন আবদুল্লাহ আল-হুমাইদকে। এর আগে গত ২৩ সেপ্টেম্বর প্রাক্তন গ্র্যান্ড মুফতি শেখ আবদুল আজিজ বিন আবদুল্লাহ আল-শেখ মৃত্যুবরণ করলে তার স্থলাভিষিক্ত হন ড. সালেহ।ড. সালেহ মুসলিম বিশ্বে অত্যন্ত শ্রদ্ধেয় আলেম হিসেবে পরিচিত। তিনি চার দশকেরও বেশি সময় ধরে মক্কার মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া হজের সময় আরাফার মসজিদে নামিরায় খুতবা দেওয়ার জন্যও তিনি সুপরিচিত।১৯৯৩ সাল থেকে তিনি সৌদি আরবের মজলিস আশ-শুরার (পরামর্শ কাউন্সিল) সক্রিয় সদস্য এবং এক সময় স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দুই পবিত্র মসজিদের বিষয়ক সাধারণ সভাপতির উপ-সভাপতি এবং রয়েল কোর্টের উপদেষ্টা হিসেবেও দায়িত্বে ছিলেন।ড. সালেহ ১৯৪৯ সালে কাসিম প্রদেশের...