ন্যয়েশোয়ানস্টাইন জার্মানির অন্যতম পর্যটন আকর্ষণ৷ এখন এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যে পরিণত হয়েছে, যদিও অনেক আগেই পর্যটনকেন্দ্রটির এই মর্যাদার প্রাপ্য ছিল৷ এ যেন রূপকথার গল্প - এক পাহাড়ের উপর দুর্ভেদ্য এক দুর্গ৷ বলছি ন্যয়েশোয়ানস্টাইনের কথা৷ ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আল্পসের কোনায় তৈরি এই দুর্গটি দ্রুতই বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করে৷ এতটাই সুখ্যাতি যে ডিজনি কর্পোরেশনের লোগোর মধ্যে ন্যয়েশোয়ানস্টাইনের প্রকরণ রয়েছে৷ জার্মান রাজ্য বাভারিয়া এটির বর্তমান মালিক৷ ২০০১ সাল থেকে রাজ্যটি ন্যয়েশোয়ানস্টাইনকেইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভূক্তকরতে চেয়েছে৷ প্রতিবছর দশ লাখ পর্যটক দুর্গটি প্রদর্শন করেন৷ ১৮৬৪ সালে দ্বিতীয় ল্যুডভিগ মাত্র ১৮ বছর বয়সে বাভারিয়ার রাজার মুকুট পরার পর দুর্গ তৈরির উচ্চাভিলাসী প্রকল্প হাতে নেন৷ ন্যয়েশোয়ানস্টাইন থেকে এই প্রকল্প শুরু হয়৷ ন্যয়েশোয়ানস্টাইন গাইড প্যাট্রিক কর্ব বলেন, ‘‘তিনি এক জটিল এবং বিপরীতমুখী চরিত্রের মানুষ ছিলেন৷ অবশ্যই একজন...