পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে ওয়াশিংটনের হোয়াইট হাউসে এই বৈঠক অনুষ্ঠিত হয়। তবে গণমাধ্যমকে এই বৈঠকে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। খবর ডনের। প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈঠকটি প্রায় এক ঘণ্টা ২০ মিনিট ধরে চলে। এটি দুই নেতার মধ্যে প্রথম আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও। বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা ও সন্ত্রাস দমন নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ট্রাম্পকে ‘শান্তির মানুষ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, ট্রাম্পের নেতৃত্ব সাহসী ও দৃঢ়। প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ভারত-পাকিস্তান সংঘাতের সময় ট্রাম্পের যুদ্ধবিরতি মধ্যস্থতার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, এর মাধ্যমে দক্ষিণ এশিয়ায় একটি...