এবার সারা দেশে পূজা হচ্ছে ৩৩ হাজার ৩৫৫টিঢাকা মহানগরে এবার ২৫৯টি আর সারা দেশে ৩৩ হাজার ৩৫৫টি মণ্ডপে দুর্গাপূজা হবে। গত বছর পূজা হয়েছিল ৩১ হাজার ৪৬১টি। এবার ১ হাজার ৯৪টি পূজা বেশি হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ শুক্রবার রাজধানীতে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব। শুধু আসন্ন দুর্গাপূজা নয়, ৩৬৫ দিনই ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানায় ঢাকা মহানগর সার্বজনীন ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। নেতারা অভিযোগ করে বলেন, একদিকে পূজা উদযাপনের কথা বলা হচ্ছে অন্যদিকে বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাঙচুর করা হচ্ছে। কুষ্টিয়া, ঝিনাইদহ, পঞ্চগড়, নাটোরসহ ১৩ জেলায় দুর্গাপূজার প্রস্তুতির মধ্যে প্রতিমা ভাঙচুরের কথা তুলে ধরেন বক্তারা। তবে আইনশৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে...