সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা বাঙালি হিন্দুদের পাশাপাশি বাংলাদেশের আরও বেশ কিছু ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষও পালন করে থাকেন। সনাতন ধর্ম পালনকারী বাঙালিদের জন্য এই শারদীয় পূজা সবচেয়ে বড় উৎসবের নাম হলেও হিন্দু ধর্মাবলম্বী সবার কাছে দুর্গাপূজা প্রধান ধর্মীয় উৎসব নয়। মূলত বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলা ভাষাভাষী হিন্দুদের মধ্যেই এটি সবচেয়ে বেশি আনুষ্ঠানিকতা এবং আড়ম্বরের সাথে পালিত হয়। এ ছাড়া হিন্দু জনগোষ্ঠী-প্রধান দেশ নেপালেও এটি বড়ভাবে পালন করা হয়। তবে বাংলাদেশে কেবল বাঙালি নয়, আরও কয়েকটি জাতিগোষ্ঠীর মধ্যে দুর্গাপূজা পালনের রীতি প্রচলিত রয়েছে। বাংলাদেশে বাঙালিদের বাইরে যারা দুর্গাপূজা বড়ভাবে পালন করেন, তারা সবাই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সদস্য। এসব জাতিগোষ্ঠীর সংগঠন বাংলাদেশ আদিবাসী ফোরামের নেতা সঞ্জীব দ্রং জানান, দেশের অন্তত ১৫টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীর মানুষ দুর্গাপূজা করেন। এদের মধ্যে...