দক্ষিণ এশীয় ভূ-রাজনীতির ওপর নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠানের আয়োজন করা হয়। ফ্রেডরিক-এবার্ট-স্টিফটাং (এফইএস) বাংলাদেশের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ এবং সমাজবিজ্ঞান অনুষদ বুধবার (২৪ সেপ্টেম্বর) অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে বইটি প্রকাশ করে।‘দক্ষিণ এশিয়ায় সীমান্ত ও ভূ-রাজনীতির ভবিষ্যৎ: পরিসংখ্যানের বাইরে আলোচনা’ (The Futures of Borders and Geopolitics in South Asia: Beyond a Statist Discourse) বইটির প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লটজ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়েমা হক বিদিশা।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরেন সার্ভিস একাডেমির রেক্টর রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম। সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তৈয়বুর রহমান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।ফ্রেডরিক-এবার্ট-স্টিফটাং বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ফেলিক্স গেরডেসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।পাকিস্তান-যুক্তরাষ্ট্র ‘বিরল...